রোমানিয়ার বর্ডার পুলিশের হাতে ৩ বাংলাদেশী আটক, ৫ বছরের জন্য নিষিদ্ধ – Ghuri Poka – ঘুরি পোকা

রোমানিয়ার বর্ডার পুলিশের হাতে ৩ বাংলাদেশী আটক, ৫ বছরের জন্য নিষিদ্ধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩, ২০২২

রোমানিয়ার বর্ডার পুলিশের হাতে ৩ বাংলাদেশী আটক।

গতকাল রোমানিয়ান ইমিগ্রেশন  পুলিশের একটি দল অবৈধ অভিবাসীদের খুজে তল্লাসি চালিয়ে এই  বাংলাদেশীদের আটক করে।

পুলিশের হাতে আটককৃত বাক্তিদের সবার বয়স ২৩ থেকে ৪৪ বছর। তারা কিছু দিন আগে বাংলাদেশ থেকে জব ভিসায় বৈধ ভাবে রোমানিয়ায় আসে। কাজের  যোগদানের অল্প দিনের মধ্যেই তারা কর্মস্থল থেকে পালিয়ে যায় সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে। নিয়োগকর্তার অভিযোগের ভিত্তিতে তাদের খুজতে থাকে পুলিশ প্রশাসন। অবশেষে অভিযানে ধরা পরে এই ৩ বাংলাদেশী।

৩ বাংলাদেশীকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছেন রোমানিয়ান ইমিগ্রেশন পুলিশ

আটকের পরে তাদের পাবলিক কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। উল্লেখ্য তাদের সকলকে  ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়, তারা এই ৫ বছরে ইউরোপ এবং সেঞ্জেনভুক্ত দেশে প্রবেশ করতে পারবেন না ।

আরও পড়ুন রোমানিয়া ভিসা কিভাবে করবেন ( A to Z)

তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। শুনানি কার্যক্রম শেষ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।