মেঘালয়ের যে ১০ ছবি আপনাকে মুগ্ধ করবে – Ghuri Poka – ঘুরি পোকা

মেঘালয়ের যে ১০ ছবি আপনাকে মুগ্ধ করবে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২১, ২০২২

উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মত সুন্দর গ্রাম; সব কিছু মিলে প্রকৃতির অনাবিল এক সৌন্দর্য মেঘালয়।

বাংলাদেশ থেকে কম খরচে ও সহজেই মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি ও ডাওকির দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে ভ্রমণপ্রেমীদের কাছে এই অঞ্চলের খুব কদর। তেমনই একজন ভ্রমণপ্রেমী ঢাকাপোস্টের সহ-সম্পাদক মেহেদি হাসান শিপন। সম্প্রতি তিনি মেঘালয় রাজ্য ঘুরে এসেছেন। মনের আগল খুলে ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছেন মেঘালয়ের সেরা কয়েকটি ছবি। এরমধ্য থেকে আপনার জন্য রইল মেঘালয়ের ১০ ছবি, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই-

পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা (উমক্রেম ফলস)
এই ছবিটি মেঘালয়ের ট্রেড মার্ক। যারা এখানে আসেন; একবার হলেও এমন দৃশ্য উপভোগ করতে পারবেন। (নোহকালিকাই ফলস)
পাহাড়ের সঙ্গে ঝর্ণা, হাত বাড়ালেই পাবেন মেঘের স্পর্শ (ডেইন্থলেন ফলস)
প্রকৃতির মাঝে কংক্রিটের ছোঁয়া
প্রকৃতির অনাবিল এক সৌন্দর্য মেঘালয় (প্রুট ফলস)
ক্ষণে ক্ষণে পাবেন ঝর্ণার দেখা (ক্রাইং সুরি ফলস)
ভ্রমণপ্রেমীদের কাছে এই অঞ্চলের খুব কদর (ক্রাইং সুরি ফলস)
মন ভরে যাওয়ার জন্য এমন একটি দৃশ্যই যথেষ্ট (ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ)
মেঘালয়ের পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এমন অসংখ্য ঝর্ণা (ওয়েই সৌডাং ফলস)