আগেই বলে রাখছি, এই পোষ্টটি শুধুমাত্র ব্রডব্যান্ড ইউজারদের জন্য! আজকে আমাদের লেখার টপিক হচ্ছে high speed ftp server bd 2022, ব্রডব্যান্ড ইউজাররা নেট প্যাকেজের বিজ্ঞাপনে দেখবেন, বিশেষ করে লেখা থাকে যে Youtube স্পিড আর FTP সার্ভারের স্পিড আলাদা । যেমন আপনি 5Mbps এর প্যাকেজে Youtube আর FTP সার্ভারের স্পিড ২০/৩০ Mbps দেওয়া থাকে। FTP সার্ভার হচ্ছে আপনার ISP এর সার্ভারের কম্পিউটারের ফোল্ডার যেখানে তারা নিজেদের পছন্দ মতো মুভি, সিরিজ, গান, গেমস, সফটওয়্যার ইত্যাদি আপলোড করে দেওয়া থাকে। যারা হেভিওয়েট ইউজার রয়েছেন তাদের জন্য BDIX movie server ছাড়া একটা দিনও কল্পনা করা কঠিন।
বর্তমানে দেশের সকল ISP ই বিডিআইএক্স সার্ভারের সুবিধা দিয়ে থাকে। BDIX সার্ভার হচ্ছে দেশের প্রতিটি একক ISP এর FTP সার্ভারকে দেশের সকল ব্রডব্যান্ড ইউজারদের জন্য Available করে দেওয়া। মানে আপনি Link3 এর FTP সার্ভার Link3 এর ইউজার না হয়েও ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু ISP এর BDIX বহিভূর্ত সার্ভার থাকে যেটা এক্সক্লুসিভ আকারে থাকে। মনে রাখবেন, টরেন্ট এর থেকে FTP সার্ভার অনেক উত্তম। কারণ আপনি দেশীয় torrentbd থেকেও যদি কোনো কিছু ডাউনলোড করতে চান কিন্তু যদি সেটার সিড না থাকে তাহলে কিন্তু কোনো স্পিডই আপনি পাবেন না। কিন্তু FTP সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে Seed/Leech এগুলো নিয়ে মাথা ব্যাথা থাকে না।
– Advertisement –
এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Internet Service Exchange । এখন ধরুন আপনার ISP বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নূন্যতম ১টি FTP সার্ভার রয়েছে। এই একটি সাভার্র থেকে আপনি যত স্পিডেরই নেট সংযোগ নিয়ে নেন না কেন ওই সার্ভার থেকে প্রচুর দ্রুত স্পিডে আপনি ফাইলসগুলোকে ডাউনলোড করতে পারবেন। এখন এভাবে বাংলাদেশের সকল উচ্চপর্যায়ের ISP বা বড় বড় মেজর ISP প্রতিষ্ঠানগুলো মিলে BDIX তৈরি করেছে। অর্থাৎ ধরুন বাংলাদেশের ১০০টা ISP মিলে BDIX তৈরি করেছে তাহলে আপনার ISP যদি BDIX সমর্থিত হয়ে থাকে তাহলে আপনি BDIX server থেকে মানে ওই ১০০টা ISP এর FTP সার্ভারগুলো থেকে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন।
অনেক সময় ধরুন, আপনার বন্ধুর বাসায় বেড়াতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে আপনার বন্ধু 10.16.100.244 সাইটে ব্রাউজিং করছে। তখন আপনার মনে হবে এটা আবার কোন ধরণের সাইট! আসলে এটা হচ্ছে একটি BDIX FTP সার্ভার। আপনার ISP থেকে যেসব BDIX Server ব্যবহার করতে পারবেন তা নিয়ে আমাদের বিস্তারিত লেখাটি পড়ে আসতে পারেন। এছাড়াও পিসি থেকে আপনার ইন্টারনেটের জন্য কোন কোন BDIX সার্ভার সার্পোট করে সেটা বের করে ফেলতে পারেন! পোষ্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আমার ব্যক্তিগত জানা মতে দেশে প্রায় 350+ BDIX FTP পাবলিক সার্ভার রয়েছে। তবে আপনার জন্য ২০ টির বেশি প্রয়োজন হবে না। নিয়মিত আপডেট পেলে মাত্র ১/২টা সার্ভারেই আপনি মুভি, গান, সফটওয়্যার, গেমস সবকিছুই পেয়ে যাবেন। আমাদের পোস্টটা ২০২১ এর সাথে মানানসই করে আপডেট করা হয়েছে।
– Advertisement –
লিঙ্ক গুলোতে ক্লিক করলেই সার্ভারটি আলাদা ট্যাবে ওপেন হবে। তো চলুন দেখে নেই দেশের সকল BDIX সার্ভারগুলোকে:
মানুষ মাত্রই ভুল। তাই উপরের লিস্টে সত্যিকার অর্থেই দেশের সকল সার্ভার দেওয়া নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে আমি যোগ করে নেব। এছাড়াও লিস্টে কোনো সার্ভার ডুপ্লিকেট হলেও সেটা জানিয়ে দেবেন। বলা বাহুল্য যে উপরের ৮০% সার্ভার আপনার ISP তে কাজ করবে না আর তাই বলে যে লিস্টটি বেকার এটা ভাবলে চলবে না! নিচের লিস্ট আকারে সেরা সার্ভার গুলোর ছোট রিভিউ দেয়ার চেষ্টা করেছি।
– Advertisement –
সার্কেল FTP Server আমার ব্যক্তিগত মতে দেশের সেরা সার্ভার! যাদের 15.1.1.1 কিংবা circleftp.net এই সাইটে একসেস পান তারাই এই সার্ভারটি ব্যবহার করতে পারবেন। সেরা সার্ভার বলছি কারণ এখানে যে শুধুমাত্র লেটেস্ট মুভি, সিরিজ, সফটওয়্যার, গেমস পাওয়া যায় শুধু তাই নয়। বরং এই সাইটে ইউজার রিকোয়েস্ট সবথেকে বেশি গ্রহন করা হয়। শুধুমাত্র এডাল্ট আর বাংলাদেশি কনটেন্ট ছাড়া আপনার যেকোনো কিছু তাদের ফেসবুক গ্রুপে পোষ্ট দিন দেখবেন যে ঘন্টাখানেকের মধ্যে সার্ভারে আপনার রিকোয়েস্ট করা মুভি/সিরিজ/গেমস সবই আপলোড করা হয়ে গিয়েছে। আমার মনে আছে একমাত্র এই সার্ভারেই Call of Duty Warzone রিলিজের সময় সেই ১০০+ জিবি গেমের ব্যাকআপ চলে আসছিলো গেম রিলিজের ৩ ঘন্টার মধ্যেই! সার্কেলে ৩টি সার্ভার রয়েছে, ftp1.circleftp.net, ftp2,circleftp.net এবং ftp3.circleftp.net , এগুলো ওদের সাইট ভিজিট করলেই বুঝতে পারবেন। সরাসরি 15.1.1.1 লিখে এন্টার দিলেও মেইন সাইটে চলে যাবেন।
বাংলাদেশের অন্যতম (সেরা বলা চলে) টপ BDIX সার্ভার হচ্ছে স্যাম অনলাইন। একে সার্ভারের গডফাদার বলা চলে। কি নেই এতে? লেটেস্ট মুভি থেকে শুরু করে , টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ভিডিও গেমস, পিসি/ম্যাক/লিনাক্স সফটওয়্যার, ডকুমেন্টারি লাইভ টিভি সব কিছুই রয়েছে এতে। আর লক্ষ্য করলে দেখবেন যে স্যাম অনলাইনের ডিজাইন নকল করে আরো বেশ কিছু FTP সার্ভার রয়েছে যারা ডিজাইনে নকল করলেও কনটেন্ট কোয়ালিটির ক্ষেত্রে স্যামের ধাঁরেকাছেও নেই। তবে এত কিছু সুনাম থাকার পরে স্যাম অনলাইনকে লিস্টের একটু নিচে রাখার কারণ হচ্ছে এর availability । অনেকের কাছেই স্যামের একসেস থাকে না কারণ এটা একটু এক্সুসিভ সার্ভার। আর যাদের কাছে একসেস রয়েছে তাদের তো অন্য কোনো সার্ভারে ভিজিটেরই প্রয়োজন পড়বে না।
যাদের উপরের ২টি সার্ভারের একটিও সার্পোট করে না তারা এই Net@Home সার্ভারটি টেস্ট করে দেখতে পারেন। লেটেস্ট মুভি আর সিরিজ পাওয়া গেলেও গেমস আর সফটওয়্যারের ঘাটঁতি রয়েছে সার্ভারে। আর ইউজার রিকোয়েস্ট অপশন নেই এবং একই সাথে লেটেস্ট মুভি পেতে একটু লেইট হয়ে এই সার্ভারে।
দেশের সবথেকে বড় এবং একমাত্র গেমিং ডেডিকেটেড BDIX FTP সার্ভার হচ্ছে এই MangoGamers । টরেন্টে আপনি সব গেমস নাও পেতে পারেন কিন্তু এই সার্ভারে ১৯৯০ সাল থেকে রিলিজ হওয়া প্রায় সব গেমসই খুঁজে পাবেন। বুঝতেই পারছেন এটা হচ্ছে শুধুমাত্র পিসি / অ্যান্ড্রয়েড গেমিং রিলেটেড সার্ভার। আর ভালো কথা হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্টেরও অপশন রাখা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক ISP থেকে এই সার্ভারে স্পিড তুলনামূলক একটু কম পাওয়া যায়। FTP Server BD লিস্টে এটা অন্যতম সেরা পিসি গেম ডাউনলোড সার্ভার।
যাদের সার্কেল আর ইবক্স কাজ করে না তাদের এই FTPBD ট্রাই করতে পারেন। লেটেস্ট সব কিছুই পাবেন এখানে। গেমস আর সফটওয়্যার ও রয়েছে। তবে ইউজার রিকোয়েস্ট নেই সার্কেলের মতো এখানে। এছাড়াও অনলাইন টিভি সার্ভিসও রয়েছে এটায়। ftpbd server টির ওয়েবসাইট বেশ আপডেটেড, তাদের media content ও বেশ ভালোভাবে অর্গানাইজড। ftpbd net লিখে সার্চ করলেই তাদের সাইটি পেয়ে যাবেন। এই সার্ভারটি আসলে Business Network বা B.NET এর মালিকানাধীন FTP server. নিচের লিঙ্ক গুলোতে সার্ভারটী এক্সেস করতে পারবেনঃ
আমার ISP তে এই সার্ভারের স্পিড বেশি পেলেও এটাকে লিস্টের শুরু দিকে রাখতে পারলাম না। কারণ এখানে লেটেস্ট আপডেট বলতে কিছুই নেই। এমনকি সাইটে ২০১৯ সালের পর আর কিছুই দেখলাম না, ২০২০ সালের কোনো কিছুই নেই এখানে। তবে পুরোনো আর্কাইভ হিসেবে সাইটটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার ওখানে একসেস থাকে।
আরেকটি চমৎকার সার্ভার যদি আপনার একসেস থাকে। লেটেস্ট সব কিছু পেলেও সাইটটিতে মাসে ২/৪ বার করে আপলোড করা হয় আমার মনে হয় আরকি!
FTP Server গুলোতে লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশি কোনো কনটেন্ট এগুলোতে দেওয়া নেই, আর থাকলেও সেটা বহুপুরোনো (২০০৮ সালের আগের।) কারণ হচ্ছে BDIX সার্ভারগুলোতে বাংলাদেশী কোনো কিছু দেওয়ার যাবে না এমন রুল রয়েছে। তবে BongoBD সার্ভারে অফিসিয়াল ভাবে আপনি বাংলাদেশি নাটক, মুভি ইত্যাদি সবই পাবেন, বঙ্গবিডি সার্ভারটি শুধুমাত্র বাংলাদেশি কনটেন্ট কেন্দ্রিক একটি সার্ভার। Bongo BD হচ্ছে কন্টেন্ট অন ডিমান্ড ভিত্তিক সার্ভিস, এখানে হয়ত আপনাকে সাবস্ক্রিপ্সশন ফি পে করতে হতে পারে, যেমনটা নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হুলু নেটওয়ার্কে হয়ে থাকে।
নামেই বলা আছে এটা চট্ট্রগ্রামের সার্ভার। তাই ওই এলাকার ইউজাররা এখানে একটু বেশিই স্পিড পাবেন।
লেটেস্ট মুভি থেকে শুরু করে টিভি সিরিজ, গেমস সফটওয়্যার সবই রয়েছে এখানে। একসেস পেলে ট্রায় করে দেখতে পারেন।
এই সার্ভারটি আমি মূলত টিভি দেখার কাজে মাঝেমধ্যে ব্যবহার করি। কারণ এতে একদম লেটেস্ট তেমন কিছু দেখতে পাইনি আমি।
লেটেস্ট সবই কিছুই আছে, আর সাথে রয়েছে মুভি রিকোয়েস্ট অপশন তবে রিকোয়েস্ট দিলে কতটুকু দ্রুততার সাথে আপলোড হয় সেটা চেক করে দেখিনি। আপনারা ট্রায় করে দেখতে পারেন।
আমাদের আজকের সেরা BDIX FTP লিস্টের মধ্যে রাখা হয়েছে Triangle Network ISP মালিকানাধীন এই Elaach FTP টী। একদম লেটেস্ট সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনার ব্রডব্যান্ডে কোন কোন সার্ভারটি সার্পোট করে সেটা বুঝবেনন কিভাবে? বাংলাদেশে প্রায় ১১১টি FTPBD সার্ভার রয়েছে। এখন বুঝার জন্য কি এই ১১১টি FTP সার্ভারগুলোর লিংক একটি একটি করে আপনার পিসির ব্রাউজারে দিয়ে টেস্ট করবেন? নাকি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ১ মিনিটেই বের করে ফেলবেন কোন কোন সার্ভার আপনার লাইনে কাজ করবে?
Net@Home এর মতোই ডিজাইনের সার্ভার এই NaturalBD। মোটামুটি কম সময়েই লেটেস্ট সবকিছু খুঁজে পাবেন এই সার্ভারে তবে গেমস আর সফটওয়্যার তেমন একটা নেই এখানে। চেক করে নিতে পারেন সার্ভারটি! আর হ্যাঁ তাদের নিজস্ব BDIX লাইভ টিভি সার্ভারও রয়েছে! গত বছরখানেকের মধ্যে এর জনপ্রিয়তা আকাশ ছুয়েছে। NaturalBD FTP media server টি এর ওয়েব এড্রেস ছাড়াও একটি Android এপ এও পাবেন। এমনটা বাংলাদেশি সার্ভার গুলোর মধ্যে একদমই রেয়ার। ধন্যবাদ,New Natural BD টিম কে চমৎকার এই এপ্লিকেশনটির জন্য।
যদিও আমি ব্যক্তিগত ভাবে পিসিতে টিভি দেখি না। তবে যারা ইউটিউবের পাশপাশি লাইভ টিভি পিসিতেই লুফে নিতে ভালোবাসেন তাদের জন্য এই সার্ভারটি বেশ কাজে দেবে। যারা জানেন না, BDIX এ ফাইল বা মিডিয়া সার্ভার ছাড়াও আলাদা টিভি সার্ভার রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে তেজপাতা টিভি। FTP server তালিকায় এটাকে অন্তর্ভুক্ত করার কারন BDIX স্পীডে আপনি লাইভ টিভি দেখতে পারবেন, যদিও সামনে শুধু BDIX TV Server নিয়ে একটি তালিকা করার ইচ্ছা রয়েছে।
আরেকটি বিডিআইএক্স সার্ভার, আপডেট তেমন কিছু পাই নি তবে যাদের একসেস আছে একটু ঘেঁটে দেখতে পারেন।
লেটেস্ট সবই পাবেন তবে একদম লেটেস্ট পাবেন না, ১০/১২ দিন অপেক্ষা করা লাগতে পারে। সাইটের নিচের Request সেকশন রয়েছে দেখলাম তবে সেটা কতটুকু কার্যকর সেটা চেক করিনি।
টিভি সিরিজ, মুভি থাকলেও সফটওয়্যার আর গেমস নেই এতে। যাদের একসেস রয়েছে তারা ব্যাকআপ হিসেবে এই সার্ভারকে ব্যবহার করতে পারেন।
ঢাকার একটি ISP এর নিজস্ব সার্ভার এটি, তবে অনেকেরই এই সার্ভারে একসেস পেয়ে যাবেন।
আরেকটি জনপ্রিয় FTP server এটি। লেটেস্ট সবই রয়েছে এখানে, রয়েছে রিকোয়েস্ট সেকশন ও! আমার এখানে একসেস নেই দেখে লেটেস্ট স্ক্রিণশট দিতে পারলাম না বিধায় দুঃখিত।
Request সেকশন থাকলেও নতুন তেমন কিছুই পাই নি এই সার্ভারে।
২০১৮ সালের পর মনে হয় না এই সার্ভারে কিছু আপলোড হয়েছে! (লোল)
মুভি, গেমস, টিভি সিরিজ, সফটওয়্যার, বাংলা নাটক, লাইভ টিভি সবই রয়েছে এখানে তবে একদম লেটেস্ট তেমন কিছু নেই।
শুধুমাত্র ইউজার রিকোয়েস্ট অপশন এখানে নেই তাই এটাকে উপরে নিতে পারিনি। কিন্তু এই বিষয়টি বাদ দিলে এই সার্ভারটি আপ-টু-ডেট এবং সবসময় বেশ কড়া থাকে! লেটেস্ট সব মুভি, ডকুমেন্টারি, গেমস, সফটওয়্যার, টিভি সিরিজ তো পাবেনই এমনকি এখানে নতুন কিছু রিলিজ হলেই ১/২ দিনের মধ্যেই সার্ভারে সেট আপডেটেড হয়ে যায়! গুগলে movie server bd লিখে সার্চ দিলেও এই চমৎকার সাইটটি রেজাল্টে আসবে না। এছাড়াও সরাসরি ফোল্ডার দিয়ে সাইটটি সাজানো হয় বিধায় নিদির্ষ্ট জিনিস খুঁজে পেতে বেশ সুবিধা পাবেন। যেমন আপনি ২০১৮ সালের মাস্টারপিস Tumbbad মুভিটি নামাতে চান। চলে যান Movies > Bollywood > 2018 > Tumbbad ফোল্ডারে!
যারা সিম্পল মিনিমালিস্টিক ডিজাইনের সার্ভার পছন্দ করেন তাদের জন্য আমার Boss BD server কে সাজেস্ট থাকবে। কোনো প্রকার হেভি ডিজাইন নেই এই সাইটে। সরাসরি সার্ভারের ফোল্ডারগুলো দিয়েই BOSSBD ডিজাইন করা হয়েছে। লেটেস্ট সব মুভি, সিরিজ পাবেন এখানে। তবে গেমস আর সফটওয়্যারে লেটেস্ট আমি খুঁজে পাই নি। আর এখানে ইউজার রিকোয়েস্ট সেকশনও নেই দুঃখবশত। Bossbd ftp server টি যারা খুজছেন তারা নিচের লিঙ্ক গুলো ট্রাই করতে পারেনঃ
Request সেকশন রয়েছে, সকল ধরণের মুভি পাবেন, লেটেস্ট সহ! যাদের একসেস রয়েছে তারা সাইট থেকে একটু ঘুরে আসতে পারেন।
দেশের আরেকটি জনপ্রিয় সার্ভার হচ্ছে সিটিক্লাউড। তবে দুঃখের বিষয় আমার সহ অনেকেরই এই সার্ভারে একসেস নেই। তবে মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার, গেমস সহ সব কিছুই একদম লেটেস্ট পাবেন এই সাইটে। সাইটটি নিয়মিত আপডেট করা হয়। রিকোয়েস্ট সেকশনও রয়েছে
এটা BDIX কিংবা বাংলাদেশি সার্ভার কিনা সেটা জানি না, কারণ সাইটের নামের শেষে ru নামে রাশিয়ান ডোমেইন রাখা। তবে এই Anime সার্ভারটিতে BDIX স্পিড আমি পেয়েছি। Anime লাভারদের জন্য দারুণ একটি সার্ভার হচ্ছে এটি। FTP server free তালিকায় এটা অন্তরভুক্ত করার কারন হচ্ছে বাংলাদেশ থেকেই আপনি এটায় BDIX স্পিড পাবেন।
লেটেস্ট কিছুই নেই এখানে। সব এক বছরের আগের কনটেন্ট।
নামেই বুঝতে পারছেন যে এটা খুলনা অঞ্চলের সার্ভার। তাই খুলনার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন। লেটেস্ট সব কিছুই রয়েছে নিয়মিত আপডেট হয় সাইটটি। FTP server BD list এ চট্রগ্রামের পরে এটাই দ্বিতীয় কোন বিভাগ কেন্দ্রিক সার্ভার, বিভিন্ন বিভাগে এরকম সার্ভার থাকলে সেই বিভাগের ইউজাররা ভীষন উপক্রিত হবেন।
আরেকটি জনপ্রিয় FTP সার্ভার হচ্ছে মজারএফটিপি। একদম টাটকা লেটেস্ট মুভি, টিভি সিরিজ সবই পাবেন এখানে। ইউজার রিকোয়েস্ট সেকশনও রয়েছে এখানে।
শুধুমাত্র মুভি নিয়েই এক্সুসিভ সার্ভার এটি। ১৯৫০ সাল থেকে বর্তমান পর্যন্ত মোটামুটি সব মুভিই পাবে এখানে, তবে অবশ্যই বাংলাদেশি কনটেন্ট বাদে।
কয়েকটি FTP সার্ভার মিলে এই BDLan গঠিত। প্রত্যেকটি সার্ভারে এক এক ধরণের কনটেন্ট পেয়ে যাবেন আপনি। মোটামুটি লেটেস্ট সব কিছুই রয়েছে এখানে।
নামেই বুঝতে পারছেন যে চট্টগ্রামের সার্ভার এটি। তাই ওখানকার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন । লেটেস্ট সব মুভি, টিভি সিরিজ, সফটওয়্যার গেমস সবই রয়েছে এখানে। আর চমৎকার ব্যাপার হচ্ছে এখানে ইউজার রিকোয়েস্ট অপশনও রয়েছে।
একদম লেটেস্ট না পেলেও ২/৩ মাস আগের কনটেন্ট পাওয়া গিয়েছে এখানে।
সেইম একই রকম, লেটেস্ট পেলেও সেটা ২/৩ মাস আগের কনটেন্ট।
এটা হচ্ছে আমার ISP এর লোকাল নিজস্ব সার্ভার। মোটামুটি সবই আছে এখানে।
আগের টিভি সার্ভারে শুধুমাত্র বাংলাদেশি চ্যানেলগুলো ছিলো, কিন্তু এই সার্ভারে আপনি বিদেশী বেশ কয়েকটি চ্যানেল দেখতে পাবেন। দুঃখবশত এটা আমার এখানে সার্পোট করে না বিধায় টিভি চালিয়ে দেখাতে পারলাম না।
আরেকটি টিভি সার্ভার, দেশি বিদেশী ইন্ডিয়ান বেশ কয়েকটি চ্যানেল রয়েছে এখানে। আর এটাও আমার এখানে সার্পোট করে না।
আরেকটি দেশীয় চ্যানেল কেন্দ্রিক BDIX টিভি সার্ভার।
রংধনু ISP এর সাইট। এখানে FTP, ফাইল সার্ভার, লাইভ টিভি এবং রেডিও Server রয়েছে।
আপনি FM রেডিও শুনতে ভালোবাসেন? তাহলে এই সাইটটি বেশ কাজে আসবে আপনার। দেশে BDIX সমর্থিত এফএম রেডিও সার্ভারও রয়েছে । এখানে FM সহ ইন্টারনেট ভিক্তিক সকল রেডিও (বাংলা) পেয়ে যাবেন। FTP server list এ একটা FM Radio সার্ভার রাখতে পেরে ভালো লাগছে।
রংধনু ISP এর টিভি সার্ভার। দেশীয় সব চ্যানেল রয়েছে এতে। আগের দুটি টিভি সার্ভার সার্পোট না করলে এটা দেখতে পারেন।
টিভি, মুভি, সিরিজ সব কিছুই লেটেস্ট পাবেন এখানে। তবে এখানে একসেস পেতে হলে আগে রেজিস্ট্রি করতে হয় তাই এই সার্ভারটি অনেক নিচে রয়েছে আজকের লিস্টে।
লেটেস্ট কিছুই নাই!
এখানেও লেটেস্ট কিছুই পাই নি।
প্রায় ১০টি FTP নিয়ে একটি সাইট! দেখুন কতগুলো আপনার ওখানে সার্পোট করে।
মনে হয় করোনা হবার পর এই সাইট আর আপডেট হয় নি।
Old ইজ গোল্ড টাইপের মুভি সার্ভার এটি। পুরোনো অনেক কিছুই রয়েছে এখানে।
এটি একটি মিউজিক ভিক্তিক BDIX সার্ভার। যদিও এটা আপনাকে Spotify কিংবা সাউন্ডক্লাউডের মতো সার্ভিস দিতে পারবে না তবে দেশীয় সাউন্ড সার্ভার আছে দেখেই ভালো লাগলো।
আমার বাসায় এই সার্ভারটি কিছুদিন আগে যোগ হয়! সার্কেলের মতোই লেটেস্ট সব কিছুই পাচ্ছি এতে। মুভি , গেমস, নাটক, সিরিজ, সফটওয়্যার সহ সব কিছুই আছে এতে। তিনটি সার্ভার নিয়ে Discovery FTP চলছে। ফেসবুকে এদের আলাদা কনটেন্ট রিকোয়েস্ট গ্রুপ রয়েছে, রিকোয়েস্ট দিলে সাইটে পেয়ে যাবেন সমস্যা নেই।
Server 1: http://movies.discoveryftp.net/
Server 2: http://bdiptv.net/
Server 3: http://cdn1.discoveryftp.net/
Server 4: http://cdn2.discoveryftp.net/
Server 5: http://cdn3.discoveryftp.net/
Server 1: http://172.27.27.84/
Server 2: http://172.27.27.83/
Server 1: http://103.58.73.9/
Server 2: http://server4.ftpbd.net/
Server 3: http://server1.ftpbd.net/
Server 4: http://media.ftpbd.net/
Server 5: http://ftpbd.net/
Server 1: http://www.cinehub24.com/
Server 1: http://moviehaat.net/
Server 1: http://fs2.amrbd.com/
Server 2: http://pollyflix.com/
Server 3: http://fs.amrbd.com/
Server 4: http://12.1.1.3/flix
Server 5: http://12.1.1.2
Server 1: http://103.3.226.208/
Server 1: http://www.freedownloadbd.com/
আরেকটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত BDIX সার্ভার হচ্ছে এই Mazeda Media Zone । গেমস, সফটওয়্যার থেকে শুরু করে মুভিস, টিভি সিরিজ, নাটক ইবুক সবই এখানে পাওয়া যাবে তবে বাংলা কনটেন্ট এর বিষয়ে এখানে কিছু পাবেন না। এমনকি কলকাতার বাংলা কনটেন্টও পাবেন না।
Server 1: http://172.22.22.100/
Server 2: http://172.22.22.101/
Server 3: https://www.mazedanetworks.net/
Server 1: http://www.nagordola.com.bd/
Server 1: https://infolinkbd.com/
Server 1: http://asianftp.com/
Server 1: https://www.netathomebd.com/
Server 1: http://fs1.dflix.live/
Server 2: http://dflix.live/
Server 3: http://www.dotinternetbd.com/
Server 1: http://103.102.27.170/
Server: http://103.195.1.50/
Server 1: http://bitflixbd.com/
Server 1: http://www.swiftnetbd.com/
Server 1: https://www.anosbd.com/ftp/
Server 1: http://videoelephantbd.com/
Server 1: http://uturnbd.live/
Server 2: http://172.16.16.5/
Server 3: http://172.16.16.3/
Server 4: http://172.16.16.6/
Server 1: http://cinemacity.live/
Server 1: http://deshonlinebd.com/
Server 1: https://asiannetworkbd.net/server.html
Server 1: http://ftp.com.bd/
Server 1: https://www.yellownetbd.com/ftp/
আমাদের দেশের অন্যতম টপ লিস্টের BDIX সার্ভার হচ্ছে FuriousNet । কনটেন্ট এর দিকে খেয়ার করলে মুভি, টিভি সিরিজ, নাটক, সফটওয়্যার , গেমস, ইবুক সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও Furiousnet এর ফেসবুক পেজে কিংবা FTP রিকোয়েস্ট এর আলাদা গ্রুপে আপনি রিকোয়েস্ট করলে বেশ দ্রুতই আপলোড করা হয়ে থাকে। তবে এখানে বাংলাদেশী কপিরাইটেড কোনো কনটেন্ট আপনি পাবেন না।
Server 1: http://media.furiousnet.net/
Server 1: http://tetraplex.net.bd/
Server 1: https://www.sknetcity.com/
Server 1: http://leadtechnologybd.com/ftpservers
Server 1: http://sbnetworkbd.com/
Server 1: https://www.powernetbd.com/
Server 1: https://easyitbd.com/
Server 1: http://flashnetbd.com/
Server 1: http://www.focusonlinectg.com/
Server 1: http://www.winneritbd.com/
Server 1: https://alifanet.com/
Server 1: http://serverbd247.com/
Server 1: https://msmonlinebd.com/
Server 1: https://btekbd.com/
Server 1: https://netcomisp.net/
Server 1: http://imonlineisp.net/
Server 1: http://www.arafnetbd.com/
Server 1: https://www.skybizbd.net/
Server 1: https://www.applenetbd.com/
Server 1: https://supernetbd.com/
Server 2: http://supernetsenbag.com/
Server 1: http://bdix.mtbsl.com/server.php
Server 1: http://103.85.160.7/
Server 2: http://netcode.live/netcodemedia
Server 1: http://3netbd.com/
Server 1: http://103.49.168.107/
Server 1: https://ctgoz.com/
Server 1: http://103.219.232.190/
Server 1: http://akkadukka.com/
Server 1: http://tokis.xyz/
Server 1: https://bdflixlive.com/
Server 1: http://lalbatte.net/
Server 1: https://kmnbd.net/
Server 1: http://mymoviebazar.net/
Server 1: http://103.103.239.66/
দেশের আরেকটি জনপ্রিয় BDIX সার্ভার হচ্ছে TimepassBD । এখানে আসলেই আপনার টাইম টা ভালো মতোই পাস করতে পারবেন। ডাউনলোড করা ছাড়াও ব্রাউজারে লেটেস্ট ফ্ল্যাশ প্লেয়ার থাকলে ব্রাউজার থেকেই সাইটের সকল কনটেন্ট উপভোগ করতে পারবেন। Timepassbd Movie server এ মুভি ছাড়াও টিভি সিরিজ, গেমস, সফটওয়্যার সব কিছুই আপনি পেয়ে যাবেন।
Server 1: http://www.timepassbd.live/
চট্টগ্রামের বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত BDIX সার্ভার হচ্ছে CTGMovies । নামের সাথে মুভি কথাটি থাকলেও সার্ভারে আপনি বলিউড, হলিউড, টলিউড, যত উড আছে সকল মুভির সাথে সাথে টিভি সিরিজ, ভিডিও গেমস, অ্যাপস, IMBD টপ মুভিস, মুভি সিরিজ, টিউটোরিয়াল সবই পাবেন। এমনকি Anime , লাইভ টিভি ইত্যাদিও ব্যবস্থা রয়েছে এখানে।
Server 1: http://ctgmovies.com/
112. MathaNosto
Server 1: http://mathanosto.top/
Server 1: https://sunplex.net/
Server 1: http://cinemacity.live/
Server 1: http://103.82.8.194/
Server 1: http://serverbd247.com/
Server 1: http://203.83.177.225/
Server 1: http://www.movieserver.net/
Server 1: http://103.222.20.150/
Server 1: http://103.214.200.94/
Server 1: http://bdix.hitechisp.com/
Server 1: Khttp://www.tnetftp.com/web/index.html#!/home
Server 1: http://103.133.175.242/80/
Server 1: http://mybdix.com/
Server 1: https://mahirbd.com/media.php
Server 1: http://103.29.127.14/
Server 1: http://www.candybd.net/
Server 1: https://internetzonebd.com/
Server 1: https://mytlinkbd.net/
Server 1: http://www.mycybernest.com/
Server 1: http://www.beeflix.biz/
Server 1: http://medialink24.net/
Server 1: http://timenai.com/
Server 1: http://movie.smartnetltd.com/
Server 1: http://mcplexbangla.com/
Server 1: https://webrangers.net/downloads/
Server 1: http://146.196.48.10/
Server 1: https://www.smiritycable.com/
Server 1: https://sardernet.com/
Server 1: http://bdiptv.stream
Server 1: http://www.bhuiyan-online.com/media
Server 1: http://mirpurnetbd.com/
Server 1: http://10.16.100.244/
Server 1: http://ransolutions.net/media-server/
Server 1: http://cdn2.radiantbd.com/
Server 1: http://www.zipnetbd.com/
Server 1: http://www.intrepidbd.com/ftp.php
Server 1: https://www.hkonline.com.bd/media.php
Server 1: https://yesnetcommunication.com/
দেশের অন্যতম বহুল Search দেওয়া BDIX সার্ভার হচ্ছে Mojaloss । কিন্তু র্যাকিংয়ে উপরের দিকে থাকলেও আজকের লিস্টের সবার শেষে এই সার্ভারটিকে রাখা লাগছে কারণ হলো এখানে আপনি Pro মেম্বারশীপ ছাড়া সাইট থেকে কোনো কিছুই প্রিমিয়াম স্পিডে ডাউনলোড করতে পারবেন না। এমনকি নরমাল স্পিডে ডাউনলোড করতে গেলেও সাইটে রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে।
Server 1: https://www.mojaloss.stream/
চলে এলাম আজকের সেরা BDIX FTP Server BD লিস্টের একদম শেষ পর্যায়ে। লেটেস্ট সব কিছুই পাবেন এতে। রয়েছে ইউজার রিকোয়েস্ট সেকশনও! ICC Ftp server টির মেইন্টেইন করে ICC Communications, যদিও তালিকার একদম শেষ দিকে, কিন্ত তবুও ICC FTP server গত বছরে থেকে শুরু করে বাংলাদেশের টপ সার্ভার গুলোর একটা। icc ftp server এক্সেস করতে পারবেন নিচের আইপি এড্রেসেঃ
Server 1: 10.16.100.244
সাইটে লেটেস্ট কিছু কিছু পাওয়া গেলেও, ভিডিও গেমস এবং সফটওয়্যার সেকশনটি বেশ পুরোনো।
Server 1: http://media.xenialbb.net/
বছর দুয়েকের মধ্যে মনে হয় এখানে কনটেন্ট আপডেট হয়নি!
Server 1:https://www.skynet.com.bd/ftp/
এখানেও দেড় দুই বছর আগের কনটেন্ট ছাড়া কিছুই পাই নি।
Server 1: http://103.199.168.2/page/ftp.aspx
সবথেকে রিসেন্ট যে মুভিটা আপলোড করা হয়েছে সেটা ২০১৯ সালের…..
Server 1: http://103.109.56.114/
ফানটাইমের এই সাইটে আপ-টু-ডেট কনটেন্ট এর সন্ধান পাওয়া গিয়েছে! চেক করতে পারেন।
Server 1: http://103.109.56.115/
নেটপ্লাস ISP এর সদস্যরা উপরের সবগুলো Server এ একসেস পাবেন, আমি যেহেতু তাদের ইউজার নই তাই এই সাইটগুলোতে প্রবেশ করতে পারছি না, তবে আপ-টু-ডেট কনটেন্ট নেই সেটা ফোল্ডারের নাম দেখেই বুঝা যাচ্ছে।
Server Link: http://www.netplusbd.com/page2.html
আগেরটার মতো Plusnetbd এর সদস্যা উপরের চিত্রের FTP Server গুলোতে একসেস পাবেন, চেক করে নিন।
Server Link: http://www.plusnetbd.com/link/index.html
২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সাভার্রটি আপডেট করা হয়েছে, ২০২১ সালের কিছুই নেই এখানে।
লিংক: http://ftp2web.com/
২০২১ সালে কি FTP আপডেট করার দরকার নাই নাকি???
লিংক: http://halum.net/
তুহিন এন্টারপ্রাইজের ইউজারা উপরের সাইটগুলো চেক করতে পারেন, এখনকার অনেক সার্ভারগুলোই ইউজার রেজিস্ট্রিশন আর ইউজার কেন্দ্রিক হয়ে গিয়েছে!
লিংক: http://www.tufan.live/
বাংলা নাটক, বাংলা ছবি, আর ডাবিংকৃত সিরিজগুলো এখানে রয়েছে! নাটকপ্রেমী রা এই সার্ভারটি ঘুরে আসতে পারেন ।
লিংক: http://tokis.xyz/
লেটেস্ট সবকিছুই রয়েছে এতে, ডিসেন্ট একটি Server! চেক করতে পারেন!
লিংক: http://103.56.6.6/
লেটেস্ট কিছুই পাই নি! Server টি নিয়ে আমি হতাশ! টিভি সিরিয়ালগুলোও বেশ আগের।
লিংক: http://103.203.94.1:8065/
২০২১ সালের কোনো কনটেন্ট এর দেখা পাই নি! বাকি সব ঠিক আছে!
লিংক: http://movies.kloud.com.bd/
উনাদের FTP সার্ভারে নিজস্ব ISP ইউজার ব্যাতিত প্রবেশ করা যায় না বিধায় ভিতরে ঢুকে চেকিং করা হল না।
লিংক: https://www.citynet.live/welcome/allServer
ইংলিশ, বাংলা, হিন্দি তামিল, কাটুর্ন ছবি সহ সফটওয়্যার, নাটক এমনকি অডিও সেকশনও রয়েছে সার্ভারটিতে আর টিভিও আছে। তবে একটাও Up-to-date নয়!
লিংক: http://media.dfnbd.net/
নামেই বুঝতে পারছেন যে এটা খুলনা অঞ্চলের সার্ভার। তাই খুলনার ইউজাররা এই সার্ভার থেকে সেরা স্পিডটি পাবেন। লেটেস্ট সব কিছুই রয়েছে নিয়মিত আপডেট হয় সাইটটি। FTP server list এ চট্রগ্রামের পরে এটাই দ্বিতীয় কোন বিভাগ কেন্দ্রিক সার্ভার, বিভিন্ন বিভাগে এরকম সার্ভার থাকলে সেই বিভাগের ইউজাররা বেশ আরামেই থাকবেন!
লিংক: http://file.khulnaflix.net/
আফতাব নগর অনলাইন সার্ভিসের টিভি সার্ভার এটি, তাই এদের ইউজার হয়ে থাকলে এই টিভি সার্ভারটি আপনি উপভোগ করতে পারবেন। আমি এদের ইউজার নয় বিধায় টিভি চ্যানেল লোড হয় নি।
লিংক: http://103.113.224.68/
আগের টার মতোই এটা একটি টিভি সার্ভার, তবে শুধুমাত্র City Online Ltd এর ইউজারদের জন্য। এদের ইউজার নই বিধায় টিভি চ্যানেল চালিয়ে আপনাদেরকে দেখাতে পারলুম না!
লিংক: http://live.moviebazar.net/
দেশের আরেকটি VDO বা ভিডিও অন ডিমান্ড সাইট এটিত, দেশীয় অনেক কনটেন্ট এখানে পেয়ে যাবেন, কিছু কিছু কনটেন্ট আবার পেইড করে রাখা হয়েছে। তবে আমার ক্ষেত্রে এখানে BDIX স্পিড পাই নি।
লিংক: https://www.iflix.com/
আরেকটি কাস্টম FTP সার্ভার যেখানে লেটেস্ট কোনো কিছুই নেই! করনো ইফেক্ট মনে হয়!
লিংক: http://www.onnosomoy.com:8096/web/index.html
মনে হয় শুধুমাত্র তাদের নিজস্ব ইউজার ছাড়া সার্ভারগুলো ব্যবহার করতে পারবে না। তাই হয়তো আমি সার্ভারগুলোতে ঢুকতে পারিনি।
লিংক: https://ibdplex.net/
AmberIT এর সার্পোটেড সকল FTP সাইট লিস্ট এখানে দেওয়া রয়েছে। যারা AmberIT এর সদস্য রয়েছেন তারা এই FTP সার্ভারগুলোকে ব্যবহার করতে পারবেন।
লিংক: https://sites.google.com/view/amberitservers
অনেকেই হয়তো এটা ব্যবহার করেন অনেকেই হয়তো করেন না কিন্তু IBOX সার্ভারে লেটেস্ট সকল মুভি আপনি পেয়ে যাবেন, তবে টিভি সিরিজ এখানে খুঁজে পাই নি আমি।
লিংক: http://103.135.208.2/
উপরের পোষ্টটি ২০১৯ সালের প্রথম দিকে করা। ওই অ্যাপটি এখনো প্লেস্টোরে আছে এবং বলাবাহুল্য যে অ্যাপটি নিয়মিত আপডেট হয় আর এখন উপরের বলা প্রায় সবগুলোই অ্যাপে রয়েছে। অ্যাপটি ডাউনলোড করে WiFi দিয়ে জাস্ট স্ক্যান দিবেন। যেমন এখানে দেখছেন যে আমার লাইনে ১১১টির মধ্যে ৩৪টি FTP কাজ করে! আমাদের FTP server BD list টা তৈরি করতেও এই এপটি বেশ কাজে এসেছে।
উপরের লিস্টে উল্লেখিত সার্ভারগুলো ছাড়াও আরো বেশ ভালো ভালো BDIX FTP রয়েছে। কিন্তু আমার এখানে এগুলোতে একসেস করা যাচ্ছে না বিধায় লিস্টে দেওয়া হয়নি। এদের মধ্যে সবার আগে নাম আসে UniqueFTP সাইটের। লেটেস্ট সবকিছুই একটু দেরিতে হলেও এই সাইটে পেয়ে যাবেন। এরপরে নাম আসে bdplex, crazyhd, timepassbd, sky net online, powernetbd, bdiptv, সহ আরো অনেক সার্ভারের। তবে মনে রাখবেন আপনার ISP এর নিজস্ব FTP সার্ভার থাকলে সেটায় সবথেকে বেশি স্পিড আপনি পাবেন। আরো কিছু সার্ভার আছে যেগুলো উপরের লিস্টের থেকে কোনো অংশেই কম নয়, কিন্তু আমার ISP তে সার্পোট না করায় বিস্তারিত বিবরণ লিখতে পারলাম না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। আমি চেষ্টা করছি, লিস্টটা নিয়মিত আপডেট করার, আপনারা কোন তথ্য শেয়ার করতে চাইলে নিচে কমেন্ট করতে পারেন। ২০২০ থেকে বেশ কিছু এফটিপি সার্ভার চেঞ্জ হয়েছে ২০২১ সালে, আমাদের লিস্টটা কিছুটা আপডেট করা হয়েছে এবছরের সেরা ওয়েবসাইট গুলো নিয়ে। বছর জুড়ে পার্ফরমেন্স অনুযায়ি লিস্টের আরো কিছু রদবদল দেখতে পারবেন ২০২১ এ।