দেশের অভ্যন্তরে পর্যটন এলাকায় ট্যুর পরিচালনার জন্য ইউরোপের মতো ছয়টি সাইট সিয়িং দোতলা বাস কেনা হচ্ছে। যার প্রতিটির মূল্য ৬ কোটি টাকা। এজন্য সব ধরনের প্রক্রিয়া শেষ। এখন শুধু এলসি খোলা বাকি রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের সালনা এলাকায় সালনা রিসোর্ট এবং পিকনিক স্পটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মরিশাস প্রতিবছর ১৫ হাজার ৭০০ ডলার শুধু পর্যটন খাত থেকে আয় করে। সেখানে এমন কিছু ব্যতিক্রম দেখি নাই, যা বাংলাদেশে পাই। তবে সেখানে পর্যটকরা যথেষ্ট নিরাপত্তা পায়, নিরাপদে বেড়াতে পারে এটাই তাদের একমাত্র পুঁজি।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব মো. অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।