ঢাকায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো – Ghuri Poka – ঘুরি পোকা

ঢাকায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২২

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় তথ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২২। দিনব্যাপী এ এডুকেশন এক্সপো আয়োজন করেছে উইজডম এডুকেশন।

আয়োজকরা জানান, অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো আগামী ২৪ সেপ্টেম্বর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে। এক্সপোটি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্রবেশ করতে ও বাহির হতে পারবেন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে বিনা মূল্যে অংশগ্রহণ ও অস্ট্রেলিয়ান টপ র্যাংকিং পাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।

আগামী সেশনের (২০২৩) জন্য এক্সপোতে সরাসরি স্কলারশিপসহ স্পট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে আইইএলটিএস রেজিস্ট্রেশন ফির ওপর শতভাগ ক্যাশব্যাক অফার এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন টিকিট।

অস্ট্রেলিয়ান বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেওয়ার ক্ষেত্রে দ্রুততম সময়ে অফার লেটার পেতেও উইজডম এডুকেশন বিনা সার্ভিস চার্জে সহায়তা করবে। অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোতে অংশগ্রহণের জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীরা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন  করতে পারবেন।