ওমরাহ যাত্রী‌দের বিমান ভাড়া কমা‌তে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে হাবের বৈঠক – Ghuri Poka – ঘুরি পোকা

ওমরাহ যাত্রী‌দের বিমান ভাড়া কমা‌তে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে হাবের বৈঠক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২২

অস্বাভাবিকভাবে ওমরাহযাত্রী পরিবহনের নিয়োজিত এয়ারলাইন্সগুলো ভাড়া বৃদ্ধি করছে অভিযোগ জানিয়ে ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে  হস্তক্ষেপ চায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) । মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় হাব।

হাব সভাপতি এম শাহাদাত হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওমরাহ যাত্রী পরিবহনের ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে তারা স্মারকলিপি দেন। হাব বলছে, হজের খরচ অত্যধিক হওয়ায় অনেকেই ওমরাহ পালনে আগ্রহী। করোনা মহামারির কারণে বাংলাদেশের হজযাত্রীরা ২০২০ ও ২০২১ সালে হজ পালন করতে পারেননি।

তাছাড়া ২০২২ সালেও স্বল্প সংখ্যক হজযাত্রী হজ পালন করার সুযোগ পেয়েছিলেন। বয়সের কারণে ২০২২ সালে অনেকেই হজে যেতে পারেননি। বাদ পড়া এসব হজযাত্রী ওমরাহ পালনের অপেক্ষায়। ওমরাহ যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে অস্বাভাবিক হারে ভাড়া বৃদ্ধি করছে এয়ারলাইনগুলো। যা কোনওভাবেই  নৈতিক ও সমীচীন হতে পারে না।

হাব সভাপতি এম শাহাদাত হোসাইন বলেন, ওমরাহ যাত্রী পরিবহনের নিয়োজিত এয়ারলাইনগুলো অনৈতিকভাবে বারবার ভাড়া বৃদ্ধি করছে। ওমরাহ যাত্রীদের ভাড়া ৭০০ ডলার নির্ধারণ করে সার্কুলার জারি করে। পরবর্তীতে ৮০০ এবং বর্তমানে ৯৫০ ডলার ভাড়া নির্ধারণ করেছে। অথচ হজ এজন্সিগুলো ৭০০ ডলার হিসাব করে প্যাকেজ নির্ধারণ করে ওমরাহ গমনের প্রস্তুতি নিয়েছেন।

এম শাহাদাত হোসাইন বলেন, এয়ারলাইন্সগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা ব্যবসা করবে এটাই স্বাভাবিক। কিন্তু  বিনা কারণে অস্বাভাবিক হারে ভাড়া বৃদ্ধি করা নৈতিক হতে পারে না। রাষ্ট্রীয় এয়ারলাইন বিমান যদি ভাড়া কমিয়ে আনে তাহলে অন্য এয়ারলাইনগুলোও ভাড়া কমিয়ে আনতে বাধ্য হবে। ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য আমরা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছি।