বার্ড হিটের (পাখির ধাক্কা) কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ।
দুটি ফ্লাইটের একটি দুবাইগামী ফ্লাই দুবাই এয়ারওয়েজের, আরেকটি মাস্কটগামী বাংলাদেশ বিমানের।
ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি বলেন, রাত ৮ টা ২৬ মিনিটের দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে (FZ591) ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে নয়টার দিকে উড়োজাহাজটির দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, অবতরণের পর চেকিংয়ের সময় বার্ড হিটের বিষয়টি লক্ষ্য করে কর্তৃপক্ষকে জানান পাইলট।